04/19/2025 জগন্নাথ হলে চলছে স্বরস্বতী পূজার প্রস্ততি
Mahbubur Rohman Polash
২১ জানুয়ারী ২০১৮ ২২:০৩
আমাদের অধিকারপাত্র ডটকমঃ আগামীকাল হিন্দু ধর্মীয় উৎসব ‘স্বরস্বতী পূজায়’ আগামীকাল পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে ঢাকার সব চেয়ে জাঁকজমকপূর্ণ স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০-৭০টি ডিপার্টমেন্ট আলাদা পূজামন্ডপে একই সাথে পূজা উদযাপন করে এইদিন। প্রতি বছরের ন্যায় এবারও ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে পূজা উদযাপনের শেষ মূহুর্তের প্রস্তুতি।
পূজা উপলক্ষে পুরো জগন্নাথ হল সাজানো হয়েছে নতুন রূপে। লাইটিং আর ঝাড়বাতির আলোয় আলোকিত হচ্ছে পুরো হল।
স্বরস্বতী দেবীর সবথেকে বড় মূর্তিটি বানানো হচ্ছে জগন্নাথ হলের উপাসনালয় প্রঙ্গনে। প্রায় ৪২ ফুট লম্বা এই প্রতিমাটি বসানো হবে জগন্নাথ হল পুকুড়ের মাঝখানে।প্রতিমা তৈরির পুরোপুরি দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা । তবে শিক্ষকরা ছাত্রদের কাজে অনেকটা সহযোগিতা করছেন। বড় ভাইদের নির্দেশনায় উতৎসাহের সহিত কাজ করছে প্রথম ও দ্বীতীয় বর্ষের শিক্ষার্থীরা।
সব ঠিকঠাক থাকলে আজ রাতেই স্বরস্বতী দেবীর মূর্তিটি পুকুড়ের মাঝে বসানো হবে বলে জানিয়েছেন কাজের দায়ীত্বে থাকা গৌরাঙ্গ বৈরাগী আশা করছেন।