04/19/2025 আরও ৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ
odhikarpatra
১০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৫
রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/ এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/ এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিদের অপসারণ করা হলো।’
প্রজ্ঞাপনে ৪২টি ফেডারেশন/এসোসিয়েশন/সংস্থার একটি তালিকা দেওয়া হয়েছে। এই ফেডারেশন বা এসোসিয়েশনগুলো হলো ব্যাডমিন্টন, শ্যূটিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, তায়কোয়ানদো, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, আরচ্যারি, মহিলা ক্রীড়া সংস্থা, এ্যামেচার বক্সিং, বধির ক্রীড়া, বাশাআপ, রাগবি, ফেন্সিং, বেসবল, প্যারা অলিম্পিক কমিটি, সার্ফিং, মাউন্টেনিয়ারিং, চুকবল, সেপাক টাকরো, জুজুৎসু, প্যারা আরচ্যারি, ভারোত্তোলন, উশু, ক্যারম, সাইক্লিং, টেনিস, রেসলিং, রোলার স্কেটিং, কান্ট্রি গেমস, থ্রোবল, ভলিবল, স্কোয়াশ, রোইং, আন্তর্জাতিক তায়কোয়ানদো এসোসিয়েশন, ঘুড়ি এসোসিয়েশন, এ্যাথলেটিকস, খিউকুশিন কারাতে, খো খো, মার্শাল আর্ট।
বাসস