10/30/2025 রাঙ্গামাটিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আবারো খুলে দেয়া হয়েছে
odhikarpatra
১৪ September ২০২৪ ১৯:৪১
রাঙ্গামাটি, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার কাছাকাছি চলে আসায় আজ সন্ধ্যার পর কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা হতে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয় বলে মুঠোফোনে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।
এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে নিষ্কাশন হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৫৫ ফুট মীন সি লেভেল। হ্রদের পানির লেভেল ১০৮ ফুট ক্রস হওয়ার পরেই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
গত ৯ সেপ্টেম্বর সোমবার সকালে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া পর হ্রদের পানি বৃদ্ধিতে আজ আবারো খুলে দেয়া হলো বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।