11/04/2025 ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক
                odhikarpatra
১৬ September ২০২৪ ২৩:৫৩
            ব্রাহ্মণবাড়িয়া, ১৬সেপ্টেম্বর, ২০২৪ : জেলার আশুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ছয় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত নারীরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম(৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)। 
আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, বাসে তল্লাশী চালিয়ে ছয় কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।