04/20/2025 এবার স্বর্ণে মোড়ানো লাখ টাকার নৌকায় মমতাজের যোগদান
Mahbubur Rohman Polash
২৩ জানুয়ারী ২০১৮ ০০:২৭
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : একের পর এক দল বদল করেই চলেছেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ উদ্দিন। সর্বশেষ এ নেতা বিএনপি ছেড়ে অবশেষে আওয়ামীলীগে যোগদান করলেন।
২২ জানুয়ারী রাতে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নুরুজ্জামান আহমেদ এমপির হাতে স্বর্ণে মোড়ানো লাখ টাকার নৌকার প্রতিকৃতি উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করলেন মমতাজ উদ্দিন। জানাগেছে, মমতাজ উদ্দিন প্রথমে জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।
আওয়ামীলীগে মহিষখোচা ইউনিয়নের সাধারন সম্পাদকের পদ না পাওয়ায়
আবারও আওয়ামীলীগ ছেড়ে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন। এরপর সর্বশেষ বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেন তিনি। মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে যোগদান অনুষ্ঠানে মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নবিয়ার রহমান প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি
সিরাজুল হক।