04/21/2025 পাটগ্রামে অটো চলকের গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রীসহ আটক দুই
Mahbubur Rohman Polash
২৫ জানুয়ারী ২০১৮ ০০:২৭
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজ বাড়িতে থেকে হামিদার রহমান(৪৫) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় বুধবার দুপুরের দিকে নিহতের স্ত্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হামিদার রহমান(৪৫) উপজেলার ওই গ্রামের শাহাদত হোসেনের পুত্র।
আটকৃতরা হলেন, নিহত হামিদারের স্ত্রী মনোয়ারা বেগম(৩৫) ও প্রতিবেশী খতিবর রহমান(৪৫)। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)ফিরোজ কবির জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সরকারের হাট গ্রামে ওই অটো চালকের নিজ বাড়িতে তার স্ত্রী মনোয়ারা বেগম চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা ছুটে এসে দেখতে পায় হামিদার রহমান গলাকাটা অবস্থায় পরে আছে।
এ সময় তার স্ত্রী স্থানীয়দের জানান তার স্বামী আতহত্যা করেছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালের দিকে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
তিনি আরো জানান, এ ঘটনায় তার স্ত্রী ও প্রতিবেশী খতিবর নামে একজন কে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসা চলছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার(এসপি) এসএম রশিদুল হক জানান, পরকীয়া প্রেমের কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।