04/20/2025 নদী ভাঙ্গন বাঁচাতে হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Mahbubur Rohman Polash
২৬ জানুয়ারী ২০১৮ ১০:১৬
আমাদের অধিকারপত্র ডটকম: সুষ্ঠু নদী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ রক্ষা ও উন্নয়নের জন্য নদী বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নদী ব্যবস্থাপনা নদীগুলোকে বাঁচাতে পারে । দেশ রক্ষা ও উন্নয়নের জন্যই নদী বাঁচাতে হবে।–বাসস
‘কম্প্রিহেনসিভ প্লান ফর স্টাবিলাইজেশন অব দ্য যমুনা-পদ্মা রিভার এ্যান্ড পাইলট ইন্টারভেনশন ফর ল্যান্ড রিক্লেমেশন” বৃহস্পতিবার তাঁর কার্যালয়েএর ওপর এক মডেল উপস্থাপন অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। অন্যান্যের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন।