05/01/2025 সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ
odhikarpatra
১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৬
পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গত ৩০ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্র্বর্তী সরকার।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী পুরুষ নির্বিশেষে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।