04/21/2025 হাতীবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন
Mahbubur Rohman Polash
২৬ জানুয়ারী ২০১৮ ২৩:১৬
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি ): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাই আজিজুল ইসলাম (৬৪) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই রবিউল ইসলামের(৪০) বিরুদ্ধে।
শুক্রবার সকালের দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত আজিজুল ইসলাম উপজেলার ওই গ্রামের মৃত ফকির মামুদের বড় ছেলে এবং অভিযুক্ত রবিউল ইসলাম মৃত ফকির মামুদের ছোট ছেলে।
এ বিষয়ে সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের ইউপি সদস্য রওশন আলী বিপুল বলেন, পৈত্রিক জমি জায়গা নিয়ে আজিজুল ইসলাম ও রবিউলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন শুক্রবার সকালের দিকে আজিজুল ইসলাম পিতা মৃত ফকির মামুদের জমিতে বাঁশকাটতে যায়। এ সময় ছোট ভাই রবিউল ইসলাম বাধা দিতে গেলে তাদের মধ্যে ঝগড়া লাগে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।
এক পর্যায়ে রবিউল তার বড় ভাই আজিজুলের গলা চিপে ধরলে সেখানেই শ্বাসরোধ হয়ে তিনি মারা যান। এটি বুঝতে পেরে রবিউল ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন সরদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।