04/21/2025 পাটগ্রামে বিএসএফের নির্যাতনে গরু ব্যবসায়ী নিহত
Mahbubur Rohman Polash
২৮ জানুয়ারী ২০১৮ ২১:৪১
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট উপজেলায় পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে মঞ্জুরুল ইসলাম(২০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার ভোরে পাটগ্রাম উপজেলা বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের সাব পিলার ৬ এর নিকট এ ঘটনা ঘটেছে। নিহত মঞ্জুরুল পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
জানাগেছে, রবিবার ভোরে বুড়িমারী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায় মঞ্জুরুলসহ কয়েকজন বাংলাদেশী। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে।
এ সময় সবাই পালিয়ে আসলেও মঞ্জুরুলকে আটক করে বিএসএফ। এ সময়
বিএসএফ মঞ্জুরুলকে বেধম মারপিটসহ শারীরিক নির্যাতন করে মূমুর্ষ অবস্থায় সীমান্তের এপারে ফেলে রেখে চলে যায়। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান, মঞ্জুরুলকে হাসপাতালে মৃতু অবস্থায় নিয়ে আসা হয়েছে।
তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। এ বিষয়ে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহবান করা হয়েছে।