04/18/2025 শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে-দুলু
Mahbubur Rohman Polash
৩০ জানুয়ারী ২০১৮ ১০:১৩
বগুড়া প্রতিনিধিঃ বর্তমান সরকার ২০১৯ সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই প্রতিটি উপজেলায় ১টি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, উপবৃত্তি প্রদান, অবকাঠামো উন্নয়নসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সোমবার বগুড়ার শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু উপরোক্ত কথা গুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহকারি অধ্যাপক আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।