04/10/2025 ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু. আক্রান্ত ৯৬১
odhikarpatra
২৬ অক্টোবর ২০২৪ ২২:০১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এ সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৭১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬৬৩ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২৪ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১, খুলনা বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৯৪, রংপুরে ১, রাজশাহী বিভাগে ২১ ও সিলেট বিভাগে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশে ৮০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন।