11/14/2025 পাবনায় মাদকসহ আটক যুবদল কর্মী
Mahbubur Rohman Polash
৩০ January ২০১৮ ১৬:৩৩
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে মাদকসহ সাব্বির মাহমুদ সাইদুলকে (৩০) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে শহরের পিয়ারাখালী জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির শহরের কাচারীপাড়ার মৃত খরম আলীর ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তিন গ্রাম হেরোইনসহ সাব্বিরকে আটক করা হয়।