05/05/2025 মুন্সিগঞ্জের মানুষের অধিকার আদায়ে সর্বদাই পাশে থাকব-এমিলি
Mahbubur Rohman Polash
৩১ জানুয়ারী ২০১৮ ২২:২৬
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার পাuচগাও ইউনিয়নের পাuচগাও গ্রামের ১ নং ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ ও মা বোনদের সাথে উঠান বৈঠক,গণ-সংযোগ অনুষ্ঠান এ ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
সে সময় উপস্হিত ছিলেন টংগীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব জগলুল হালদার ভূতো, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল । মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য আাকলিমা বেগম আখি, ।
পাচগাও ইউনিয়নের যুবলীগ নেতা জনাব আউলাদ হোসেন ডালিম ও জব্বার হোসেন, । টংগীবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লা, আরও অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মিলন হোসেন।