04/21/2025 লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল পত্রিকা বিক্রেতা
Mahbubur Rohman Polash
২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৭
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম(৪৫) নামে এক পত্রিকা বিক্রেতা মারা গেছে।
শুক্রবার দুপুরে লালমনিহাট রেলওয়ে ষ্টেশনে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আমিনুল ইসলাম সদর উপজেলার শহীদ শাহাজাহান কলোনী এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের পুত্র। সে একজন প্রতিবন্ধি। সে প্রায় ২০ বছর
ধরে রেল ষ্টেশনে পত্রিকা বিক্রি করতেন।
লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।