04/18/2025 গণমাধ্যম সংস্কার কমিশনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিক ফেডারেশনকে অন্তর্ভুক্ত করার দাবি
odhikarpatra
২০ নভেম্বর ২০২৪ ১৯:৩৮
গণমাধ্যম সংস্কার কমিশনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশনকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ২০ নভেম্বর সকাল ১১ টায় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ দাবি জানানো হয়।
সভায় গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস গণমাধ্যমের দুটি মূল স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও সংগঠন দুটোর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদপত্র শিল্পে সাংবাদিকদের পাশাপাশি কর্মচারি ফেডারেশন ও প্রেস শ্রমিক ফেডারেশন ওয়েজ বোর্ড ও মনিটরিং কমিটিসহ সকল কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছে উল্লেখ করে সভায় বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সংবাদপত্রের স্টেকহোল্ডার হিসেবে সাংবাদিকদের পাশাপাশি প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশন অর্ন্তভুক্ত হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনের কোনো প্রতিনিধি অর্ন্তভুক্ত করা হয়নি।
বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান সভায় সভাপতিত্ব করেন।
সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মতিউর রহমান তালুকদার।
উক্ত সভায় উভয় ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি অর্ন্তভুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মোশতাক আহমেদসহ অনান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন