04/11/2025 নাটোরে পরিপাকতন্ত্রের অম্লত্ব ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
odhikarpatra
২২ নভেম্বর ২০২৪ ২০:২৫
নাটোর জেলায় আজ পরিপাকতন্ত্রের উর্ধ্বমুখী অম্লত্ব (জিইআরডি-গ্র্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জিইআরডি সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজ শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখা এই সেমিনার আয়োজন করে।
বিডিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডা. মোঃ মীর মোশাররফ হোসেন- এর সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ এস এম শওকত আলী।
আরও বক্তব্য রাখেন বিডিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান, মো. জাহিদুর রহমান প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, মুখ ও খাদ্যনালীর সংযোগস্থল ইসোফেগাসে পাকস্থলীর খাদ্যবস্তু ফিরে আসলে জিইআরডি সৃষ্টি হয়। স্বাস্থ্যসম্মত জীবনযাপন তথা স্থূলতা প্রতিরোধ, ফাস্ট ফুড পরিহার, নিয়মিত ব্যায়াম করা, এ্যালকোহল ও চা পান থেকে বিরত থাকা, এ্যাজমা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে পরিপাকতন্ত্রের উর্ধ্বমুখী অম্লত্ব প্রতিরোধ করা যায়।