10/19/2025 ডিআরইউ নির্বাচনে সালেহ সভাপতি ও সোহেল সম্পাদক নির্বাচিত
odhikarpatra
৩০ November ২০২৪ ২৩:৫৯
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ফলাফল ঘোষনা করেন। সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৮০১ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫৪৯।
নির্বাচনে সহ-সভাপতি পদে গাযী আনোয়ার (৬৯৮), যুগ্ম সম্পাদক পদে নাদিয়া শারমিন (৭২৩), অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই তুহিন (৫৫০), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি (৬৮৩), নারী বিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজি (৯০৭), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৮২), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরীফুল ইসলাম (৬৩২), ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান (৭৯২), আপ্যায়ন সম্পাদক পদে সালিম উল¬াহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছে।
এছাড়া নির্বাহী সদস্য পদে জুনায়েদ শিশির, আখতারুজ্জামান, বোরহান উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, ফরুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্লাহ নির্বাচিত হয়েছেন।