04/20/2025 সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী
odhikarpatra
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২
ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার জর্জিয়ার ফুটবলার মিখেইল কাভেলাশভিলি সে দেশের ক্ষমতাসীন ড্রিম পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। তিবলিস থেকে এএফপি এখবর জানায়।
নির্বাচন আজ শনিবার পরোক্ষ ভোটে অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হচ্ছে। প্রো ইইউ বিরোধীদলের পার্লামেন্ট বয়কটের কারণে পশ্চিমা বিদ্বেষী জর্জিয়ার একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী চরম ডান কাভেলাশভিলিই নির্বাচিত হবেন।
জর্জিয়ার ড্রিম পার্টি ২০১৭ সালে প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের আইন বাতিল করে দেয়।
অন্যদিকে পশ্চিমাপন্থী বিরোধী দলের হাজার হাজার সদস্য আজ রাজধানী তিবলিসের গুরুত্বপূর্ণ সড়কের দখল নিতে প্রস্তুতি গ্রহন করেছে। শুক্রবার রাজধানী তিবলিসের রাস্তা হাজার হাজার প্রো ইউরোপিয়ান বিক্ষোভকারী দখলে নেয়। পার্লামেন্টের বাইরে জড়ো হওয়ার আগে অন্তত ১২টি স্থানে সমাবেশ করে।
দুই সপ্তাহের বেশি সময় ধরা চলা বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, জলকামান ব্যবহার করেছে এবং ৪০০ এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।
গত অক্টোবরের সংসদ নির্বাচনে ড্রিম পার্টির বিজয়ের পর থেকেই জর্জিয়া উত্তপ্ত। বিরোধী দল বলে আসছে যে সংসদ নির্বাচনে ড্রিম পার্টি কারচুপি করেছে। তারা (ড্রিম পার্টি) আমাদেরকে রাশিয়ার দিকে নিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীরা এমনটা বলছে-যেহেতু পার্লামেন্ট অবৈধ সেহেতু এই প্রেসিডেন্ট নির্বাচনও অবৈধ। তারা ফরাসি বংশদ্ভুত জুরাবিশভিলিকে তাদের একমাত্র নেতা মনে করছে।