04/19/2025 গোলান পরিকল্পনায় ‘সীমান্ত প্রসারিত’ করতে চাইছে ইসরাইল : তুরস্ক
odhikarpatra
১৬ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪
সীমানা প্রসারিত করার লক্ষ্যে অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে বসবাসকারী জনসংখ্যা দ্বিগুণ করার ইসরাইলি পরিকল্পনা নিয়ে সোমবার নিন্দা জানিয়েছে তুরস্ক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে আঙ্কারা থেকে এএফপি জানায়, ‘সিদ্ধান্তটি দখলদারিত্বের মাধ্যমে সীমানা সম্প্রসারণের ইসরাইলি লক্ষ্যের একটি নতুন ধাপ।’
এতে সতর্ক করে দিয়ে বলা হয়, পরিকল্পনাটি বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর প্রতিবেশী সিরিয়ায় স্থিতিশীলতা আনার প্রচেষ্টা ‘গুরুতর ব্যাহত’ করবে।