04/18/2025 টঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষ, ৩ জন নিহত
odhikarpatra
১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৮
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। আজ বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও তাইজুল ইসলাম (৬৫) অজ্ঞাত। সংঘর্ষে আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাওলানা যোবায়ের অনুসারীরা গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা করেন। কিন্তু সাদ অনুসারীদের জোড় ইজতেমা করার সরকারি অনুমোদন ছিল না। এরপরও ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদ অনুসারীরা যেকোনো মূল্যে জোড় ইজতেমা আয়োজনের ঘোষণা দেন। তাবলীগ জামাতের শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারি) সাথীরা সরকারি অনুমোদন না থাকায় সাদ অনুসারীদের জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন এবং তারা ইজতেমা মাঠ দখলে রাখে। এই নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস-ট্রাক নিয়ে মাঠে আসতে থাকে। একপর্যায়ে রাত আড়াইটার দিকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।