04/22/2025 পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ
odhikarpatra
১৯ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫
রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
তিনি জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় বিমানবন্দর থানা এলাকাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী সড়কে কাওলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টীলের ফুটওভার ব্রিজের নীচে পাকা সড়কের ওপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে