04/19/2025 ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত
odhikarpatra
২১ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৩
গাজায় ২৪ ঘণ্টায় ছিটমহল জুড়ে ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত হওয়ার পর শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার চিকিৎসকরা।
গাজার শিশুরা "ঠান্ডা, অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত", ইউনিসেফ সতর্ক করেছে, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের ৯৬ শতাংশ নারী ও শিশু শীত শুরু হওয়ার সাথে সাথে তাদের মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে অক্ষম।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (UNRWA) জন্য তহবিল বন্ধ করার সুইডেনের সিদ্ধান্তকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে কমপক্ষে ৪৫২০৬ফিলিস্তিনি নিহত এবং ১০৭৫১২জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছিল।
আলজেরিরা