04/18/2025 চট্টগ্রামে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
odhikarpatra
২৫ ডিসেম্বর ২০২৪ ২২:২৫
বিগত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি আজ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পাহাড়তলী থানার সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ধুপপোল সংলগ্ন খালের পাড় থেকে দুইটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করি। অস্ত্র গুলো পুলিশের তবে কোন থানা থেকে লুট হওয়া তা এখনো শনাক্ত করা যায়নি।
বিগত ৫ আগস্ট সরকার পতনের পর লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার অথবা ফেরত প্রদান সংক্রান্ত ইতিপূর্বেকার ঘোষণার পরিপ্রেক্ষিতে দেওয়া সংবাদের ওপর ভিত্তি করে এই অস্ত্র ও গুলি উদ্ধার সম্ভব হয়েছে বলে ওসি জানান।