11/14/2025 নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
odhikarpatra
৩১ December ২০২৪ ১৬:৫৮
নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুরে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে মামলার বাদী শাহাজান বিশ্বাস তারেক রহমানের সাজার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আদালত মামলাটি পুনরায় নিম্ন আদালতে প্রেরণ করেন।
সেখানে মামলার বাদী মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন। আজ ধার্যদিনে বিচারক তারেককে খালাশ প্রদান করেন।
এর আগে এই মামলায় ২০২১ সালে ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই সংবাদ দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।
জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মৃত মাজেদ বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা মো. শাহাজান বিশ্বাস ওই সংবাদ পড়ে, শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে মর্মে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।