04/20/2025 মিরপুর ও দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সর্বনিম্ন রান বাংলাদেশের
Mahbubur Rohman Polash
৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৯
শ্রীলংকান বোলিং তোপে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। যা লংকানদের বিপক্ষে দেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বনিম্ন রান। এমনকি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিলো ১৫৮ রান। ২০০৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ ইনিংসে ১৫৮ রানে গুটিয়ে ৪৬৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ।
ঢাকার টেস্টের এই স্কোর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন। আগের চারবার শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোরগুলো হলো- ৬২, ৮৬, ৮৯ ও ৯০। সবগুলোই শ্রীলংকার মাটিতে।
২০০৭ সালে এই শ্রীলংকার বিপক্ষেই কলম্বোতে টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
মিরপুরে বাংলাদেশের আগের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিলো ১১৮ রান। ২০০৭ সালে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ রানে গুটিয়ে গিয়েছিলো বাংলাদেশ।-খবর বাসসের