04/21/2025 খালেদার রায়কে কেন্দ্র করে লালমনিরহাটে বিএনপির মিছিল
Mahbubur Rohman Polash
৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫৪
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যান্যদের সাজা ঘোষনা হওয়ায় লালমনিরহাট জেলা বিএনপি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার রায় ঘোষনার পরপরই জেলা বিএনপি কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের মিশনমোড়ের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।