11/06/2025 নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাসুম গ্রেফতার
odhikarpatra
১৭ January ২০২৫ ১৪:২৬
নিষিদ্ধ সংগঠন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে । তিনি সর্বশেষ নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে পাবনার রুপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।