04/20/2025 টানা তিন ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া
Mahbubur Rohman Polash
১০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৪
টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় টুয়েন্টি টুয়েন্টি সিরিজের ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া।
আজ টুর্ণামেন্টের ও নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে অসিরা।
মেলবোর্নে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
দলের পক্ষে অধিনায়ক ও উইকেটরক্ষক জশ বাটলার ৪৬, স্যাম বিলিংস ২৯ ও জেমস ভিন্স ২১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে কেন রিচার্ডসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
জবাবে চার ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে ৩৩ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠে ছাড়ে অস্ট্রেলিয়া।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ৩৯, ডি’আর্চি শর্ট অপরাজিত ৩৬, ক্রিস লিন ৩১ ও অ্যারন ফিঞ্চ অপরাজিত ২০ রান করে দলের জয়ে অবদান রাখেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২টি উইকেট নেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টুর্ণামেন্টের প্রথম তিন ম্যাচ শেষে, এবার নিউজল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আসরের বাকী ম্যাচগুলো।
তাই আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।-খবর বাসসের