10/19/2025 উত্তরায় ১২ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
odhikarpatra
২৭ January ২০২৫ ২৩:৫১
ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ রুবেল (২৭), মো. মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), মো. কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), মো. শাওন হাওলাদার (৩০), মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও মো. নাজমুল হাসান (২৫)।
রোববার মাঝরাতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে-এমন খবরে একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।