03/14/2025 অনূর্ধ্ব-১৭ ফুটবলে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন মাগুরা
odhikarpatra
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে (বালক ও বালিকা) খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা অনূর্ধ্ব-১৭ দল।
খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্বের ফাইনাল জিতে বালক-বালিকা উভয় বিভাগেই শিরোপা জয় করে মাগুরা অনুর্ধ্ব-১৭।
এই অসাধারণ সাফল্যে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মাগুরার ক্রীড়াঙ্গনে এই জয় আরও একটি অনন্য দৃষ্টান্ত এবং জেলা ফুটবলের শক্তিশালী অবস্থানকে আরও সুসংহত করল।
মাগুরা জেলা প্রশাসনের প্রত্যাশা,জাতীয় পর্যায়েও মাগুরার ফুটবলাররা তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবে।