03/12/2025 সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ‘ডেভিলদের’ ধরুন : মির্জা আব্বাস
odhikarpatra
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘ডেভিল হান্ট’ অপারেশনের মাধ্যমে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ‘ডেভিলদের’ আগে ধরুন।
আজ মঙ্গলবার বিকালে কমলাপূরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মূগদা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, সরকারের ‘ডেভিল হান্ট’ অপারেশনের সিদ্ধান্ত অত্যন্ত উপযোগী। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে, সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, ‘সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই নানা ছলে বলে কৌশলে এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।’
বিএনপি’র নির্বাচনের যৌক্তিক দাবি নিয়ে সমালোচনার কোন সুযোগ নেই- উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য গত দেড় যুগ ধরে আন্দোলন করেছে। দলের অসংখ্য নেতাকর্মী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সুতারাং দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি তুলেছে।
স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে। অথচ তারা জানেন না যে- এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা তাদের অশুভ চক্রান্ত।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন, বিষয়টি ইতিবাচক। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।’
নগর বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটির সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন- জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব নগর নেতা শামছুল হূদা, ইউনূস মৃধা, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও ফরহাদ হোসেনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে নগর বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু বলেন, আগামীতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিনষ্ট করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়া।
বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার যে কোন মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।