04/19/2025 গত অর্থবছরে রপ্তানি আয় ৩৪,৮৪৬ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার : বাণিজ্যমন্ত্রী
Mahbubur Rohman Polash
১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৪
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত অর্থবছরে ৩৪ হাজার ৮৪৬ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে আরো বলেন, ২০০৯-১০ অর্থবছরে এ আয় ছিল ১৬ হাজার ২০৪ দশমিক মিলিয়ন মার্কিন ডলার।
মন্ত্রী বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর পদক্ষেপের ফলে গত আট বছরে এ আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ৩৪ হাজার ২৫৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার, ২০১৪-১৫ অর্থবছরে ৩১ হাজার ২০৮ দশমিক ৯৪ মিলিয়ন ডলার ও ২০১৩-১৪ অর্থবছরে ৩০ হাজার ১৮৬ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, এছাড়া ২০১২-১৩ অর্থবছরে ২৭ হাজার ২৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার, ২০১১-১২ অর্থবছরে ২৪ হাজার ৩০১ দশমিক ৯০ মিলিয়ন ডলার এবং ২০১০-১১ অর্থবছরে ২২ হাজার ৯২৮ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।-খবর বাসসের