04/10/2025 ইবিতে শহীদ রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা
odhikarpatra
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১১
ইবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গনে দিনব্যাপী এ প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের উপস্থিততে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী প্রদর্শনীর উদ্বোধন করেন।
এক শিক্ষার্থী বলেন, এখানে এসে যেটা দেখলাম প্রত্যেকটা ইতিহাসের বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ফ্রেমে। আমি এখানে এসে অনেকগুলো ইতিহাসের বিষয় সম্পর্কে জেনেছি পড়েছি। ৪৭ এর পূর্ব থেকে ২৪ পর্যন্ত অনেক ইতিহাসের তথ্য এখানে দেওয়া আছে। ২৪ এর আন্দোলনে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল সেটা আমরা সবাই দেখেছি। ২৪ এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে আমরা যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সে দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ডের ,১৯৪৭ এর সময়ের, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশকিছু ছবি আমরা প্রদর্শণ করেছি, যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আমি চব্বিশের জুলাই বিপ্লবের ছবিগুলো দেখেছি, খুবই মর্মান্তিক। ছবিগুলোর ভাষা বলে দেয়- ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে ছাত্রজনতার উপর যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালিয়েছিলো নির্মম কথা। তাদের এই পদক্ষেপ মহৎ উদ্যোগ এর সাথে যারা জড়িত, ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি নুরে আলম, আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন আরও বৃহত্তর পরিসরে তথ্যবহুল এবং আরো গোছানোভাবে আলোকচিত্র প্রদর্শন করতে পারে সেই আশা ব্যাক্ত করছি।
উল্লেখ্য, লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভী গত ১৮জুলাই, ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উত্তরা-পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে। তখন রিজভী রাস্তায় পড়ে কই মাছের মতো ছটফট করতে থাকে। ফ্লাইওভারের ওপর থেকে তাকে গুলি করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরা কিচিন হসপিটালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০টার দিকে মারা যান।