04/13/2025 ইবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
odhikarpatra
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।"ইউনাইটেড ইন ব্রাদারহুড" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী 'গেট টুগেদার ও সাধারণ সভা ২০২৫' আয়োজন করেছে ইবি অ্যালামনাই এসোসিয়েশন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী 'গেট টুগেদার ও সাধারণ সভা ২০২৫' অনুষ্ঠিত হয়।
এ সময় প্রাক্তন ছাত্রের মিলনমেলায় এক অন্যরূপ ধারণ করে ইবি ক্যাম্পাস। দীর্ঘদিন পরে সকলে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দে উচ্ছ্বাসিত ।
এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক জনাব মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাই সহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
একটা প্রাক্তন তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অনেক বন্ধুদের সাথে একত্রিত হওয়া হয়নি। আল্লাহ তায়ালা এই গেট টুগেদার এর মাধ্যমে আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
অন্য এক অ্যালামনাই বলেন, আজ প্রায় ২৫ বছর পর ক্যাম্পাসে আসলাম। মনে হচ্ছে আবার সেই অতীতে ফিরে গেছি। কমিটির কাছে আহ্বান থাকবে তারা যেন মাঝে মধ্যেই গেট টুগেদারের আয়োজন করে। আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ববোধটা যেন বজায় থাকে এবং পরিচিতের মাধ্যমে সহযোগিতার মনোভাব যেন গড়ে ওঠে।
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব জনাব মোঃ আব্দুল হাই বলেন, "এসোসিয়েশন থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করতে চাই, উচ্চ শিক্ষায় বিদেশ যেতে ইচ্ছুকদের সাহায্য করতে চাই,চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং ইবির অ্যালামনাই এসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় ভবন তৈরি করতে চাই"
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, অ্যালামনাই বিচ্ছিন্ন থাকলে উদ্দেশ্য সফল হবে না, সম্মিলিত একটি অ্যালামনাই প্রশাসনিকভাবে গঠিত হবে । বিনীত অনুরোধ জানাই দলাদলি হানা-হানি, রাজনৈতিক বিতর্ক নয় এমন একটি নন্দিত অ্যালমনাই থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনারাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ আপনাদেরকে বিশ্ববিদ্যালয় আজীবন স্মরণ করবে । আপনাদের মিলন মেলা সফল হোক আপনারা ভ্রাতৃত্বের বন্ধন রিনিউ করেন। বিশ্ববিদ্যালয়কে ভাবুন, নতুন বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় নতুন যাত্রায় আপনারা সাহায্য করুন । এই যাত্রায় আপনি বিশ্ববিদ্যালয়কে ঘোড়-সাওয়ারির মতো সাহায্য করবেন এই প্রত্যাশা রাখছি ।এ সময় তিনি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় অ্যালামনাইদের এগিয়ে আসতে আহ্বান জানান ।