04/10/2025 বঙ্গবন্ধু স্টেডিয়াম নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম
odhikarpatra
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৬
বদলে গেল পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’
প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
১৯৫৪ সালে এটি ঢাকা স্টেডিয়াম নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু রাখা হয়েছিলো।