03/12/2025 ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
odhikarpatra
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪১
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মো: ইকবাল হোসাইন।
এসময় উপাচার্য স্কুল শিক্ষকদের বিজ্ঞান, ইংরেজি ও ধর্ম-নৈতিকতা শিক্ষায় উৎসাহ দিতে বলেছেন। তিনি বলেছেন, শিশু কিশোরদের এগিয়ে নিতে তাদেরকে যথার্থ পথ দেখাতে হবে। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আদব-কায়দা শিক্ষার উপর জোর দেন। এসব কোমলমতি এসব শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আচরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ভাল অভ্যাস ভাল আচরণ সৃষ্টি করে, আর ভাল আচরণ উৎকর্ষ নিশ্চিত করে।