03/12/2025 তারেক রহমানের কণ্ঠে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’ শ্লোগানI’m
odhikarpatra
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ কণ্ঠে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’ শ্লোগান দিয়ে উত্তরাঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবির সাথে একাত্মতা প্রকাশ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারি, রংপুর এবং তিস্তা পাড়ের গণমানুষের উদ্দেশ্যে এ স্লোগান দেন তিনি।
তিস্তা নদী রক্ষা আন্দোলন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী’র তীরবর্তী অঞ্চলে ২ দিনব্যাপী (১৭ ও ১৮ ফেব্রুয়ারি) কর্মসূচির শেষ দিনে আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’ শ্লোগান দেন।