04/04/2025 আফগানিস্তানের বিপক্ষে রিকেলটনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩১৫ রান
odhikarpatra
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪
ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ১০৩ রান করেন।
চলমান নবম আসরে ‘বি’ গ্রুপে পাকিস্তানের করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৮ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার টনি ডি জর্জিকে ১১ রানে আউট করে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মোহাম্মদ নবি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে ১৪২ বলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়েন রিকেলটন। জুটিতে ৫টি চারে বাভুমা ৫৮ রানে আউট হন। তবে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন রিকেলটন।
সেঞ্চুরি পূর্ন করে রিকেলটন ১০৩ রান করে রান আউট হন । ১০৬ বল মোকাবেলায় ৭ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
দলীয় ২০১ রানে রিকেলটন ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যা সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের।
৩টি চার ও ২টি ছক্কায় ডুসেন ৪৬ বলে ৫২ এবং ৬টি চার ও ১টি ছক্কায় মার্করাম ৩৬ বলে অপরাজিত ৫২ রান করেন। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন মার্করাম।
বল হাতে আফগানিস্তানের নবি ২টি এবং ফজলহক ফারুকি-আজমতুল্লাহ ওমরজাই ও নূর আহমাদ ১টি করে উইকেট নেন।