04/13/2025 ইবি রাজবাড়ী জেলা কল্যাণে দায়িত্বে আশরাফুল - মেহেদি
odhikarpatra
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদি হাসান দায়িত্ব পয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফ কতৃক স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদ পেয়ছেন সোহাইল ইসলাম, জালাল মোল্লা, রাজিব সরদার, মাজেদুল ইসলাম ও তামান্না ইসলাম দিশা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন জুবায়ের ইসলাম তালহা, আবু তাহের মন্ডল ও শশী আহমেদ।
এছাড়া উক্ত কমিটিতে আছেন সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ সজিব হাসান, দপ্তর সম্পাদক জুয়েল রানা, উপ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আজম ও সুরুজ, প্রচার সম্পাদক মনিরা আক্তার, সহকারী প্রচার সম্পাদক লিমন, আইন বিষক সম্পাদক মাথিন ও নাইম, শিক্ষা সম্পাদক রতন মন্ডল, সহ-শিক্ষা সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুন নাহার মনিরা, সহকারী তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলামিন হোসেন, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক আসিফ ও রক্তিম দে, সাহিত্য সম্পাদক মীর ছাব্বির, সহকারী সাহিত্য সম্পাদক তপু খাতুন, হল বিষয়ক সম্পাদক সজিব মন্ডল,পরিকল্পনা সম্পাদক সামাদ হোসাইন, ভ্রমণ বিষয়ক সম্পাদক জায়েদ বিন ওসমান, মহিলা বিষয়ক সম্পাদক বৃষ্টি সুলতানা ও নুূর নাহার রুনু এবং সাংস্কৃতিক সম্পাদক তারিফ মেহমুদ ও জারিফা আক্তার মিথিলা।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং রাজবাড়ী জেলার ছাত্রদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমরা চাই, এই সমিতি শুধু নামেই নয়, কাজে ও অবদানে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করুক।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৫ ফেব্রুয়ারি, ২০২৫