04/10/2025 কুয়েট-এর ভিসিকে লাঞ্ছিত করায় ইবির জিয়া পরিষদের নিন্দা
odhikarpatra
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০
ইবি প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শিক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইবির জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার পবিত্র স্থানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদ্ভূত সকল সমস্যার সমাধান সম্ভব ছিল, সেখানে কোনো আলোচনায় না গিয়ে ভাইস-চ্যান্সেলরকে শারীরিকভাবে লাঞ্চিত এবং পরবর্তীতে তার বাসভবনে হামলা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ । আমরা এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।পাশাপাশি সরকারের কাছে কর্মক্ষেত্রে শিক্ষকদের প্রসাশনিক দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি করছি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে মিছিলে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। নিরাপত্তাহীনতায় ভিসি ও প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি তুলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৫ ফেব্রুয়ারি, ২০২৫