04/19/2025 কঙ্গোর যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে : প্রধানমন্ত্রী
odhikarpatra
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২
ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপ দুটি বড় শহর দখল করার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে ‘সাত হাজারেরও বেশি’ মানুষ নিহত হয়েছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।
সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ তবে গত ৩০ বছর ধরে নানা সংঘাতের কারণে জর্জরিত অঞ্চলটিতে এক সপ্তাহ দীর্ঘ তৎপরতার ফলে এম২৩ এবং এর রুয়ান্ডার মিত্ররা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে।
গত মাসের শেষের দিকে উত্তর কিভুর রাজধানী এবং দেশের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা দখল করার পর মাত্র এক সপ্তাহ আগে এম২৩ যোদ্ধারা দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণ নেয়।
প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন, জানুয়ারি থেকে ‘৭ হাজারেরও বেশি স্বদেশীর মৃত্যুর ঘটনা নথিভূক্ত করা হয়েছে।’ কঙ্গোর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, এর মধ্যে ‘আড়াই হাজারের বেশি মৃতদেহ শনাক্ত না করে সমাহিত করা হয়েছে’, আরও দেড় হাজার মৃতদেহ এখনও মর্গে রয়েছে।
কাউন্সিলের ফাঁকে এক প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়েছিল নিহতরা বেসামরিক লোক নাকি সৈন্য, তিনি বলেন, ‘আমরা এখনও এই সকল মৃতদেহ শনাক্ত করতে পারিনি।’
কিন্তু তিনি বলেন যে ‘এই মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ রয়েছে।’