04/10/2025 সোনারগাঁয়ে বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত
odhikarpatra
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯
সোনারগাঁয়ে জেলার সোনারগাঁয়ে বেড়াতে এসে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। এর আগে গতকাল বুধবার মধ্যরাতে টিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে কামরুজ্জামান টুটুল (৪১)ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব (৩৯)
পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল ও হাবিব মোটরসাইকেল করে সোনারগাঁয়ে ঘুরতে আসেন। তারা বাসায় ফেরার পথে টিপুরদী এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই টুটুল নিহত হয় আর হাবিবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন , মোটরসাইকেল আরোহী নিহত দুজন সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল ও সোনারগাঁ জাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তবে এ ঘটনায় ঘাতক বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।