04/08/2025 টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২
odhikarpatra
৮ মার্চ ২০২৫ ২৩:১৮
শুক্রবার দিনের শেষে কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্ট্রিয়েল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
কানাডার বৃহত্তম শহর টরন্টোর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, পানশালায় গুলিবর্ষণে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে।
পুলিশ আরো জানায়, আহতদের সংখ্যা ১২ জন। চারজনের জীবন শঙ্কামুক্ত। আহত অন্যান্যদেও অবস্থা জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কালো মুখোশ পরিহিত ছিল এবং রূপালি রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।
টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক্সে বলেছেন, গুলিবর্ষণের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।
পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছেন, ‘অপরাধীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’