04/21/2025 সিরাজদিখানে পাওনা টাকা চাওয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলা
Mahbubur Rohman Polash
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৯
সিরাজদিখান (মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা চাওয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলার হামলার অভিযোগ পাওয়া গেছে। ১৪ই ফেব্রæয়ারী বিকাল ৩টায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে। আহত আকলিমা বেগম উপজেলার নতুনচর গ্রামের কুয়েত প্রবাসী জামির হোসেনের স্ত্রী।
জানা যায়,উপজেলার নতুনচর গ্রামের কুয়েত প্রবাসী জামির হোসেনের স্ত্রী আকলিমা বেগমের কাছ থেকে একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪২) ২০১৩ সালে ৫ লক্ষ টাকা ধার নেয়। টাকা নিয়ে
আলমগীর কুয়েতে চলে যায়। আকলিমা বেগম টাকা চাইতে গেলে দেই
দিচ্ছি বলে কালক্ষেপন করে । এ নিয়ে এলাকায় কয়েকবার বিচার শালিশও
হয়েছে । গত ২ মাস আগে আলমগীর কুয়েত থেকে দেশে এসে বুধবার
টাকা দেওয়ার কথা দিলে আকলিমা বেগম বুধবার বিকালে টাকার জন্য
আলমগীরের বাড়ীতে গেলে আলমগীর ১ লক্ষ টাকা দিতে চাইলে পাওনাদার
আকলিমা বেগম ১ লক্ষ টাকা নিবেনা বলে অস্বীকৃতি জানায় ।
এ নিয়ে কথাকাটাটির এক পর্যায় আলমগীর এবং তার ভাই দারগআলী (২০),মহাফিল (২৫) আকলিমার উপর হামলা করলে আকলিমা জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী আকলিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে আকলিমা বেগম সিরাজদিখান থানায় ৪জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় মাতব্বর মোঃ জয়নাল হোসেন জানান, টাকার বিষয় নিয়ে আমরা একাধিকবার শালিশ করেছি কিন্তু টাকা দেই দিচ্ছি বলে দেয়নি তারা, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিব ।