04/21/2025 সিরাজদিখানে জঙ্গি ও মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৩
সিরাজদিখান (মুন্সীগঞ্জ প্রতিনিধি): আইন শৃংখলা আরো সমুন্নত রাখতে মাদক ও জঙ্গি বিরোধী কার্যক্রমকে আরো গতিশীল করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক ও জঙ্গি বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় শেখরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে মাদক ও জঙ্গী বিরোধী একটি র্যালী শেখরনগর তীর্থঘাট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঘাট এসে শেষ হয় ।
র্যালীতে অংশ নেয় শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, শেখরনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আউয়াল, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিনসহ শেখরনগর ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারন ।