03/16/2025 কালিহাতীতে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত
odhikarpatra
১৫ মার্চ ২০২৫ ১৭:৫৮
জেলার কালিহাতীতে গতরাতে অবৈধ বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ট্রাক হেলপার টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে আলমগীর (৩০) ।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর বালু ব্যবসায়ীরা এবং ট্রাক চালক পালিয়ে যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে ।