10/18/2025 চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী নারীসহ আরও ৩৯ জন গ্রেফতার
Mahbubur Rohman Polash
৪ April ২০২৫ ২৩:৫৯
চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে নারী ও কিশোর রয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবুল মনছুর আলী বাপ্পী (৪০), সারাফাতুল ইসলাম ইমন (২৩), মো. রাকিব (২১), মো. আইয়ুব আলী (৫০), মো. মাসুম হোসেন (৪২), তাজুল ইসলাম (৪৫), মো. মানিক (২৪), মো. বেলাল (২৭), জাকির হোসেন সবুজ (৩৯), মো. জাবেদ হোসেন (২৯), মো. সাহাবুদ্দিন হাসান (৪০), শাহিদুল আলম নাবিদ (১৯), মো. জাবেদ হোসেন (২৯), মো. মাসুদ পারভেজ (২৩), মো. আল আমিন (২৮), এমদাদ হোসেন মুন্না (৩২), মো. নুরু সাবা (২১), মো. পরান (২০), সাকিব (২৫), মো. রুবেল হোসেন (২৩), মো. ফরিদ মিয়া প্রকাশ বারেক (৪০), শামসুদ্দিন আহমেদ (৫৬), বেবী আক্তার (৫০), আসিফ আহমেদ (৩০), মীম আক্তার (২৫), মো. নুরুল আজিম (৩২), মো. ফারুক (৩৫), আনোয়ার হোসেন (২৮), মো. ইয়াসিন (২১), মো. মাহির আশরাফ রোহান (২৪), গোলাম হোসেন (৪৮), বিবি কুলসুম (৩৫), মো. বিল্লাল হোসেন (৪৯), মো. কালাম (৩২), মো. রিমন সিকদার (৩৪), মো. আরিফ হোসেন (২৯), মো. রিয়াদ (২১), মো. রফিকুল ইসলাম হৃদয় (২৮), মো. রমজান আলী (১৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেফতার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান।