04/18/2025 নীলফামারীতে চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক কারাগারে
odhikarpatra
৯ এপ্রিল ২০২৫ ২৩:৩০
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিককে আজ কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারো পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলার নিজামের চৌপথি বাজারে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে মো. রাজা (৪০) এবং মো. ইবনে আলী সরকার (৩৫) জনরোষের মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতে ওই কথিত সাংবাদিকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ ওই দুইব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার নিজামের চৌপথি বাজার, নতুনহাট, সিপাই বাজার, তোফায়েলের মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল।
অভিযুক্ত মো. রাজা সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা; অপর অভিযুক্ত মো. ইবনে আলী সরকার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা। চাঁদা দাবির সময় তারা দৈনিক ক্রাইম তালাশ নামে একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের পরিচয় দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, স্থানীয় জনতা মঙ্গলবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে আটক পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্বপন তাদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবিসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।