04/16/2025 আফগানিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণে নিহত ১, আহত ৩
odhikarpatra
১৪ এপ্রিল ২০২৫ ২৩:৪৯
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে একটি মসজিদের বাইরে এক বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এতিলাত্রোজ সংবাদপত্র এ তথ্য জানিয়েছে। দোহা থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত এবং আরো তিনজন আহত হয়। প্রাথমিক প্রতিবেদন অনুসারে জানা গেছে বিস্ফোরণটি পূর্বে স্থাপন করা একটি বিস্ফোরক ডিভাইস থেকে ঘটেছে।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান আন্দোলন (রাশিয়ায় নিষিদ্ধ) এখনও বিস্ফোরণ সম্পর্কিত প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
পত্রিকাটি উল্লেখ করেছে যে ২০২২ সালে একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই মসজিদে হামলা চালায়। ফলে কয়েক ডজন হতাহত হয়েছিল।